গণিতবিদ বলতেই আমাদের চোখে ভেসে ওঠে আইনস্টাইন কিংবা পীথাগোরাসের নাম। নারীরাও কিন্তু এদের থেকে কোন মাত্রায় পিছিয়ে ছিলেন না। হতে পারে সংখ্যাটা কম কিন্তু গণিতের শাখায় তাদের অবদানও কম নয়। আজ এমন একজন মহান নারী গণিতবিদের কথা আপনাদের সাথে আলোচনা করা হলঃ
হাইপেশিয়া বা আলেক্সান্দ্রিয়ার হাইপেশিয়া হচ্ছেন নারীদের মাঝে প্রথম গণিতবিদ। তিনি একাধারে একজন গ্রীক গণিতবিদ, জ্যোতির্বিদ, ঈজিপ্টের দার্শনিক। কিছুকাল পরেই তিনি বাইজেন্টিয়ান সাম্রাজ্যের অংশ হয়ে যান। আলেক্সান্দ্রিয়ায় অবস্থিত নিওপ্ল্যাটোনিক স্কুলের অধ্যক্ষ ছিলেন তিনি। সেখানে দর্শন ও জ্যোতির্বিজ্ঞান পড়াতেন।
তার জন্মসাল নিয়ে পন্ডিতদের মাঝে নানা মতভেদ রয়েছে কিন্তু ৪১৫ খ্রিস্টাব্দের ৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
১) হাইপেশিয়াকে স্মরণ করা হয়ে থাকে তার অস্বাভাবিক মৃত্যুর জন্য।
২) তিনি হচ্ছেন প্রথম নারী যিনি গণিতের শাখায় অবদান রেখেছিলেন।
৩) বিশ্বাস স্থাপন করবার জন্য তিনি তার সমগ্র জীবন সঁপে দিয়েছিলেন।
৪) তিনি নারীসুলভ জামাকাপড় পরার চাইতে একজন বিদ্বানের ন্যায় জামাকাপড় পড়াকে প্রাধান্য দিতেন বেশি।
৫) “আমাদের সমগ্র জীবনটাই একটি চাদরে ঢাকা। সবটুকুই আমরা জানতে চেষ্টা করি কিন্তু জানতে পারি অনেক কম। সত্যের অন্বেষণে আমাদের সকলের যাওয়া উচিত। জীবন আর কতদিনের হতে পারে?” এই মহান উক্তিটি হাইপেশিয়ার।
সূত্রঃ hypetiablogmag.com