আপনি কি অনলাইনে ভিডিও দেখতে ভালবাসেন? তাহলে নিশ্চয়ই প্রায়শই ইউটিউবে যান। ভিডিও দেখেন। নিজের ব্লগে বা অন্য কোথাও এমবেড করেন, কমেন্ট করেন। এই পোস্টটি আশা করি আপনার ভিডিও দেখার অভিজ্ঞতাকে করে তুলবে আরও সহজ, আরও আনন্দময়। আমি এই পোস্টে ইউটিউব প্লেয়ারের কীবোর্ড শর্টকাটগুলো আপনাদের সাথে শেয়ার করব।
আপনি কি কখনো পুরো প্লেয়ারটাকে শুধু মাত্র কীবোর্ড দিয়ে নিয়ন্ত্রণ করার কথা ভেবেছেন? যদি না ভেবে থাকেন তাহলে আশা করি এই পোস্টটি আপনার জন্য খুবই সহায়ক হবে। আর যদি আগে থেকেই কিছু শর্টকাট ব্যবহার করে থাকেন, তাহলে এখানে আপনার জন্য নতুন কিছুও থাকতে পারে। আসুন দেখা যাক কি হয়।
Tab কীর কেরামতি
ইউটিউব প্লেয়ারে Tab কী দিয়ে নিচের লিস্ট অনুযায়ী অপশনে যাওয়া যায়।
- Play / pause button;
- Seek bar
- Volume;
- Resolution;
- Pop-up video;
- Expand
নোটঃ ট্যাব কী টা প্লেয়ারের বিভিন্ন অংশকে লুপ করে। তাই আপনি যদি এই কী দিয়ে পেজের অন্য লিংকগুলোতে গিয়ে থাকেন তবে প্লেয়ারকে আগে ফোকাস করে নিতে হবে। তবেই এটা প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবে।
ট্যাব কী দিয়ে যখন কোন অপশন হাইলাইট করা হয় তখন আপনি অন্য কী দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু তাই না, এন্টার এবং এসকেপ বাটন দিয়ে এগুলো একটিভ বা ডিএকটিভও করতে পারবেন। যেমনঃ
- Tab to “Expand” section, click Enter to toggle expanded view (not to be confused with full-screen mode) and Esc to shrink the player;
- Tab to “play” a section and use Enter to play or pause the video, etc.
ব্যাতিক্রমঃ
- “Volume” section is controlled with up / down arrow keys
- “Resolution” section uses the up / down arrow keys to navigate to the selected resolution
ইউটিউব প্লেয়ার Seekbar কীবোর্ড শর্টকাট
এছাড়াও Seekbar টা নচির মত বিভিন্ন শর্টকাট ব্যবহার করে।
কীবোর্ড শর্টকাট | কাজ (অবশ্যই seekbar সিলেক্টেড অবস্থায় থাকতে হবে) |
Left / Right arrow | Jump back / ahead 5 seconds in the current video |
Home / End | Seek to the beginning / last seconds of the video |
Spacebar | Play / Pause |
Numbers 1 to 9 | Seek to the 10% to 90% of the video |
Number 0 | Seek to the beginning of the video |
নোটঃ
- কাজ করার জন্য অবশ্যই Seekbar হাইলাইট করা থাকতে হবে। নূনতম ফোকাস করা থাকতে হবে। এজন্য সর্বশেষ যেন ক্লিক করা প্লেয়ারেই ক্লিক করা হয়।
- শুধুমাত্র কীবোর্ডের উপরের সারির নম্বর বাটনগুলো কাজ করবে। নামপ্যাড কাজ করবে না।
- ফুলস্ক্রীণে নম্বর বাটনগুলো কাজ করবে না। তবে অন্যান্য বাটন ঠিকই কাজ করবে।
এছাড়াও আরও কিছু বাটন আছে, যেগুলো আমার ক্ষেত্রে কাজ করেনি। তবে আপনাদের কাজে লাগতেও পারে। সেগুলোও দিয়ে দিচ্ছি।
- F key to switch to full-screen view;
- CTRL + left arrow and CTRL + right arrow to seek backward / forward 10 seconds
উমম, আমি কিছু বাদ দিলাম? যাই হোক, যদি বাদ পড়ে থাকে তবে আশা করি আপনার টিপসটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ। ভাল থাকুন।
কীবোর্ড শর্টকাট গুল আমাদের সাথে শেয়ার করার জন্য বাবর ভাইকে ধন্যবাদ।
সিরিয়াসলি এইগুলা জানতাম না। অশেষ ধন্যবাদ।