ইউটিউব, বিশ্বের এক নাম্বার ভিডিও শেয়ারিং সাইট। যাতে আছে অসংখ্য ব্যবহারকারীর মিলিয়ন মিলিয়ন ভিডিও চিত্র। ইচ্ছে হলে যেকেউ ইউটিউবের নীতিমালা মেনে একটা ভিডিও চ্যানেল খুলতে পারেন, যার মাধ্যমে অনেকেই নিজের ইচ্ছাকৃত ভিডিও গুলো শেয়ার করতে পারবেন সারা বিশ্বের সাথে। এইতো সেদিন এক প্রবাসি বাঙালি আমেরিকা থেকে ফিরে এসে যখন নেট কানেকশান নিলো, তখন সে ভিডিও (তার নেট নেবার মূল উদ্দেশ্য) শেয়ারিং সাইট ইউটিউব চেক করছিলো, কেমন আসে। যেহেতু তার লাইনের স্পীড ছিলো ৬৪ কে বি পি এস, তাই ভালোই স্পীড পাচ্ছিলো। মোটামুটি বাফারিং ছাড়াই সে ইউটিউব ভিডিও দেখছিলো। যাই হোক তার মত অনেকেই ইউটিউবে ভিডিও দেখে থাকেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ইউটিউবে লুকিয়ে আছে সুন্ধর একটা জনপ্রিয় খেলা !! কি বিশ্বাস হচ্ছেনা ?? তাহলে চলুন দেখি কিভাবে খেলতে হয় ইউটিউবে।
ইউটিউবে গেমস খেলার পদ্ধতিঃ
১. ভিডিও প্লে হতে শুরু করলে রিজিউম বা PAUSE করেদিন তবে সময় হতে হবে ০.০০ মিনিট
২. ততক্ষনাত কিবোর্ড থেকে চাপুন বামের এরো চিহ্ন
৩. ২ নং এর সাথে অর্থাৎ বামের এরোর সাথে ডানের এরো ও চাপুন
৪. কি একটা স্নেক চলতে শুরু করলো তাই না !!
৫. আপনার গেম শুরু, যতক্ষন আপনি কোথাও সংঘর্ষ না করছেন ( ইউটিউব ভদ্র কিনা তাই নো সংঘর্ষ 😉 )
আশা করি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আমার তৈরী নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
ট্রিক্স টি শেয়ার করার জন্য ধন্যবাদ। গত বছর ইউটিউব এর উপর এই ট্রিক্স টি এপ্লাই করেছিলাম।
রলিন ভাইকেও ধন্যবাদ
ধন্যবাদ লাকি ভাই। দেখি কেমন লাগে খেলতে।
কেমন লাগে তা জানিয়ে যেতে ভুলবেননা
আশা করি ভালোই লাগবে 🙂
জোস্ তো!! 😀
হুম আসলেই