বিসমিল্লাহীর রহমানীর রাহীম। একটি ওয়েব সাইটকে সুন্দর করে গড়ে তোলার জন্য আইকনের কোন জুড়ি নেই তার কারণটা হলো আইকন ওয়েব সাইটটির সুন্দর্যকে আরে বেশি করে বাড়িয়ে দেয়। এ পোষ্টে ৪টি সেট আইকন প্যাক দেওয়া হলো। আপনাদের সুবিধার্থে সবগুলো আইকন একটি ফাইলে দেওয়া হয়েছে। সাইজ মাত্র ৩. ৩০ মেগাবাইট। প্রত্যেকটি আইকন সেটে ১০টি আইকন আছে। মোট আইকন ৪০ টি।
আইকনগুলো দেখতে যেমনঃ
1. Gift Box
2. FaceBook
3. Cards
4. Google
ডাউনলোডঃ
ভালো লাগলে কমেন্টস করে জানাবে।
-মোঃ আব্দুর রহিম
আমার ওয়েব সাইটে একবার ঘুরে আসতে পারেনঃ www.it-world.tk
হুমমম.. ফটোগুলা দারুন। কাজে না লাগলেও দেখে ভালো লাগলো।
ভাইয়া আপনাদের যেন কাজে লাগে যে চেষ্টা আমি সবসময় করার চেষ্টা করছি। ধন্যবাদ।
dl করলাম , না ইউজ করতে পারলে লাভ কী?
মানে? ভাই আমি কিছু বুঝলাম না।
আইকন গুলো কাজে লাগবো কিভাবে ?
(কম্পু তে default হিসেবে যেগুলো ফন্ট থাকে তার সঙ্গে এগুলো যোগ করব )
অনেক অনেক ধন্যবাদ।