প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানব স্ক্যানার চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এটি এতটাই দ্রুত যে এখন আর স্ক্যান করতে লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। এখানে সন্দেহভাজন ব্যক্তির যে সকল অঙ্গ সন্দেহজনক সেই অঙ্গগুলোকে চিহ্নিত করে দেখাবে স্ক্যানার।
মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের অর্থায়নে মার্কিন স্টার্টআপ প্রতিষ্ঠান ইভলভ টেকনোলজি যুক্তরাষ্ট্রে জনগণের মধ্যে এই স্ক্যানারটি পরীক্ষা করতে যাচ্ছে।
ইভলভ দাবি করেছে এই স্ক্যানারটি ঘণ্টায় ৮০০ ব্যক্তিকে স্ক্যান করতে পারে। এর আরেকটি দিক হচ্ছে এই স্ক্যানারে চাবি,মোবাইল এবং কয়েনের মতো ধাতব বস্তুগুলো আলাদা রেখে যাওয়ারও কোনো দরকার নেই।
স্ক্যানারগুলোতে মিলিমিটার-তরঙ্গ যথেষ্ট সহায়ক হলেও এটি নিয়ে বিস্তর সমালোচনাও রয়েছে। কারণ এটি মানুষের কাপড়ের নিচে তার শরীরের ছবি তুলতে পারে।
এ বিষয়ে ইভলভ-এর প্রধান নির্বাহী মাইকেল এলেনবোগেন বলেন,আমরা কখনোই এমন কোনো ছবি তৈরি করবো না যেটি কারো শারীরিক অবয়ব দেখাবে।