আপনার ব্লগ অথবা ওয়েব সাইটের ভিজিটরদের সাথে সরাসরি চ্যাট করতে চাইলে ইয়াহু! চ্যাট বক্স যুক্ত করতে পারেন। এতে করে আপনার ব্লগের পাঠকদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার সুযোগ হবে। এটি করা খুবই সহজ। এরপর এইচটিএমএল কোডটি শুধু আপনার ব্লগ বা ওয়েব সাইটে যুক্ত করলেই চ্যাট বক্স দেখা যাবে।
প্রথমে Yahoo Pingbox site এ যান। তারপর Create a Pingbox বাটনে ক্লিক করুন। এরপর যে পেইজটি আসবে সেখানে চ্যাট বক্সের ব্যাকগ্রাউন্ড থীম, স্ক্রীন নেইম ইত্যাদি সিলেক্ট করুন। তারপর Save বাটনে ক্লিক করুন। আপনার ইয়াহু একাউন্ট এ সাইন ইন করা না থাকলে সাইন ইন করতে বলবে।
এরপর আরেকটি পেইজ আসবে এবং সেখানে ডিফল্ট হিসেবে Any Website সিলেক্ট করা থাকবে। নিচে কোড এর একটি বক্স থাকবে সেখান থেকে এইচটিএমল কোডটি কপি করে ব্লগ অথবা ওয়েব সাইটে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও MySpace, Hi5, FriendSter ইত্যাদি ট্যাব থেকে সিলেক্ট করলে ভিন্ন ভিন্ন কোড পাওয়া যাবে। আপিনি ইচ্ছে করলে কোড পরিবর্তন করতে পারবেন।
পার্সোনাল ব্লগের জন্য এটা খুবই প্রোয়োজনীয়। ধন্যবাদ পোষ্ট টির জন্য।
আপনাকেও ধন্যবাদ।
অনেক ভালো ভাইয়া আপনি অনেক দিন বেছে থাকেন আমাদের জন্য…….
😀 অনেক ধন্যবাদ। আপনাদের দোয়া ও সহোযোগীতাই আমাদের কাম্য।
সব ঠিকমত দিলাম। কিন্তু আমি সাইন ইন থাকার পরও দেখাচ্ছে offline। এখন কি করবো।
এমনটা হওয়ার কথা না। যাই হোক, আপনি চ্যাটবক্স তৈরি করার সময় সাইন আউট অবস্থায় থাকুন। তখন আপনাকে সাইন ইন করার জন্য বলা হবে।
Earn dolar with internet visite now
এটা কি জুমলা সাইট এ আপলোড করা যাবে কিনা???
যে কোন সাইটে করা যাবে।