আপনি এসএমএস বা ইমেইল করার সময় মোবাইল থেকে প্রায়ই হয়তো টাইপ করতে বিরক্তি বোধ করেন। কখনো কি এমনটা আশা করেছেন যে, আপনি কেবল আপনার মোবাইলকে বলে দিবেন, আর মোবাইল নিজে নিজে আপনার কথাকে লেখায় রূপান্তর করে নিবে? শুনতে অনেকটা হ্যারি পটারের কাহিনীর মতো মনে হলেও এই জিনিস বর্তমান যুগে খুব একটা দুর্লভ নয়। বিশেষ করে গুগলে সার্চ করতে গেলে তো কথা বলেই সার্চ করা যায় আরো অনেক আগে থেকেই। কিন্তু কথাকে লেখায় রূপান্তর করার তেমন ভালো কোনো অ্যাপ্লিকেশন বোধহয় এখনো নেই।
আপনি যদি আইফোন ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য সুখবর। অ্যাপল টেক্সট-টু-স্পিচ কনভার্টার বানানোর প্রযুক্তির জন্য পেটেন্ট অ্যাপ্লিকেশন করেছে। এর মধ্য দিয়ে আইফোনের জন্য টেক্সট-টু-স্পিচ বানানোর অনুমতি কেবল অ্যাপলেরই থাকবে।
জানা গেছে, যেই সিস্টেমটি তৈরি করার আবেদন করেছে অ্যাপল, এর আওতায় আপনি প্রচুর শব্দের মাঝেও কথা বলে ঠিক ঠিক তা লেখায় রূপান্তর করতে পারবেন। এমনকি ঠিক উল্টোটিও হতে পারে। অর্থাৎ যেখানে আপনি জোরে কথা বলতে পারবেন না, যেমন কোনো মিটিং-এ থাকাকালীন, সেখানেও আপনি আস্তে আস্তে কথা বললেও আপনার কথা বুঝতে পারবে এই অ্যাপ্লিকেশন।
আরো মজার ব্যাপার হচ্ছে, আপনার লেখাও কথায় কনভার্ট করতে পারবে এই প্রযুক্তি। ফলে মিটিং-এ বসে আপনি টাইপ করে লিখে কোথাও পাঠালেও তা ভয়েস আকারে যাবে। অবশ্য সেক্ষেত্রে আপনার ভয়েস অনুকরণ করতে পারবে না হয়তো।
উল্লেখ্য, অ্যাপলের অভ্যাসই হচ্ছে নতুন কোনো প্রযুক্তি বাজারে আনার আগেই তারা এর পুরো পেটেন্ট করে রেখে দেয়। নতুন এই প্রযুক্তির পেটেন্ট এর জন্যও এবার আবেদন করেছে অ্যাপল। পেটেন্ট পেয়ে গেলেই হয়তো আইফোনের জন্য এই সিস্টেম তৈরি করা শুরু হবে। তবে এখনই এর বেশি তথ্য জানা যায়নি বলেই জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।