অ্যারিজোনা ভিত্তিক একটি প্রতিষ্ঠান সোলেরা হেলথ এবার ফিনিক্স শহরে এনেছে নতুন একটি আকর্ষণ। যে সকল নগরবাসী ডায়বেটিস রোগে ভুগছেন, তারা যেন তা এবার নিয়ন্ত্রণে আনতে পারেন তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে নতুন একটি অ্যাপ। এই অ্যাপের সাহায্যে ডায়াবেটিস রোগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা ডায়াবেটিস রোগ থেকে মুক্ত থাকা যায়, সে সম্পর্কে সাহায্য করা হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রোগ্রাম বা ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম (সংক্ষেপে ডিপিপি) হচ্ছে এমন একটি কমিউনিটি ভিত্তিক প্রোগ্রাম যা ঐ শহরের মানুষের ডায়াবেটিস ভিত্তিক যাবতীয় সমস্যার সমাধান করে থাকে। ডি পি পি এর সিইও ব্রেন্ডা শ্মিট তাই ভাবলেন, শহরের মানুষের পক্ষে প্রতিদিন সেন্টারে এসে তাদের যাবতীয় তথ্য জানা সম্ভন নয়। তাহলে কি করা যায়?

তিনি এমন একটি সুবিধার কথা ভাবলেন যেটি একইসময়ে খরচ বাঁচাবে ও তাদের উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করবে। যেই ভাবা সেই কাজ। তৈরি করার উদ্যোগ নিলেন এই অ্যাপটি। নাম দিলেন, সোলেরাওয়ান। এতে রয়েছে নানা সমস্যার সমাধান, পরিপূর্ণ ডায়েট, ভিডিও টিউটোরিয়াল ও ক্যালরি চেক অ্যালার্ম।
সূত্রঃ mobilehealthnews.com