ফটোগ্রাফীর অনেক ধরন রয়েছে, যার মধ্যে সার্ফ ফটোগ্রাফী সবচেয়ে কঠিন গুলোর একটি। সমুদ্রের ঢেউএর মাঝে ভেসে-ডুবে করা হয় সার্ফ ফটোগ্রাফী। Clark Little এমন একজন ফটোগ্রাফার যিনি দীর্ঘ দিন ধরে বিশ্ববাসীকে মুগ্ধ করে আসছেন তার অসাধারন সার্ফ ফটোগ্রাফী দিয়ে। তার তোলা কিছু ছবি দেখলে মনে হবে এমন ছবি তোলা আদৌ সম্ভব নয়। তবে এই অসম্ভবকেই তিনি সম্ভব করেছেন। তার ওয়েব সাইট থেকেও চাইলে ঘুরে আসতে পারেন http://www.clarklittlephotography.com/ চলুন দেখা যাক তার কিছু সার্ফ ফটোগ্রাফী…
অসাধারন সব দৃশ্য। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
অবিশ্বাস্য……. এসব ছবি না দেখলে বুঝা যাবে না পৃথিবীর অপরূপ রূপের মহিমা, পৃথিবী এত সুন্দর হতে পারে…. ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂
আপনাকেও ধন্যবাদ…
আসলেই অসাধারন
হুম… ধন্যবাদ।
হুম, রিপ্লেকশানকে কাজে লাগিয়ে তোলা ছবি গুলো বেশ টাইমিং নিয়ে করা হয়েছে তাতো আর বলার অপেক্ষা রাখেনা
অসাধারন……… ইমতিয়াজ ভাই, প্লিজ এই ছবি গুলোর হাই রেজুলেশন এর লিঙ্ক দেবার ব্যবস্থা করেন ……
দুঃখিত রিয়াজ ভাই। হাই রেজুলেশনে পেতে হলে কিনতে হবে।
ধুর ……
চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ …… তবে আপনি আমাদের জন্য কিনে দিলে আর একটু বেশি ধনিয়া যুক্ত ধন্যবাদ পেতেন 😀
ঠিক আছে… দেখি দামে কুলায় কিনা।
খুব সুন্দর! Clark little কে কক্সবাজারে আমন্ত্রণ জানানো দরকার। না আসতে চাইলে জোর করে নিয়ে আসবো। 😀
দারুন!
ভীষণ সুন্দর।