দ্রুতগতি ফটোগ্রাফী বা হাই স্পীড ফটোগ্রাফী দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে, এটি আবার কোন ধরনের ফটোগ্রাফী? হাই স্পীড ফটোগ্রাফী হচ্ছে খুব দ্রুত ঘটে যাওয়া কোন কিছুকে ফ্রেমে বন্দি করা। এ ধরনের ফটোগ্রাফীতে যেসকল দৃশ্য ফ্রেমে আবদ্ধ করা যায়, তার বেশিরভাগই সাধারন দৃস্টিতে বা খালি চোখে দেখা যায় না। এখনো বুঝতে সমস্যা হচ্ছে? চলুন দেখা যাক কিছু হাই স্পীড ফটোগ্রাফী…