ফ্রিজ নিজেই বুঝে যাবে তার জন্য ভেতরে কি রাখতে হবে! নিজের রসদ জুটিয়ে নিতে পারবে। ক্যামেরা সর্বক্ষণ নজর রাখছে। সেই ছবি স্মার্টফোনেও দেখা যায়। কিছু ফুরিয়ে গেলে ফ্রিজ নিজেই অনলাইনে অর্ডার দিয়ে দেবে। এমনকি বাসন ধোয়ার যন্ত্রও সাবান ফুরিয়ে গেলে দোকানে অর্ডার দিয়ে দিতে পারে। বার্লিনে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স প্রদর্শনীতে এমন ফ্রিজের দেখা পাওয়া গেছে।